মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর, ২০২৪
সিংগাইরে পুরস্কৃত ৭৪ মুসল্লি
মানিকগঞ্জের সিংগাইরে চল্লিশ দিন জামাতের সঙ্গে নামাজ পড়ায় শিশু-কিশোরসহ ৭৪ জন মুসল্লিকে বাইসাইকেল ও নগদ টাকা উপহার দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিংগাইর উপজেলার উত্তর জামশা আজগর আলী-হাফেজা খাতুন মাদরাসা প্রাঙ্গণে এই উপহার বিতরণ করা হয়।
উপজেলার উত্তর জামশা নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জামাতে টানা চল্লিশ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ২০ শিশু-কিশোরকে বাইসাইকেল ও ৫৪ জন বয়স্ক মুসল্লিকে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। উপহার তুলে দেওয়ার সময় মাদরাসার প্রতিষ্ঠাতা মো. মহিদুর রহমানসহ অন্যরা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন