গাজীপুর প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরে ৬৫১ বোতল ফেনসিডিল জব্দ আটক ২

গাজীপুরে অভিনব কায়দায় পিকআপে করে সবজির আড়ালে ৬৫১ বোতল ফেনসিডিল পাচার করার সময় দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১।

গতকাল রবিবার রাতে জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. রাসেল ব্যাপারী (৩৭) এবং মো. সোহরাব হোসেন (৩৫)।

র‌্যাব-১ সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান জানান, র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল রবিারার রাতে জানতে পারে ঠাকুরগাঁও হতে ফেনসিডিলের একটি বড় চালান গাজীপুরের কালিয়াকৈর হয়ে চৌরাস্তার দিকে আসছে। পরে কালিয়াকৈর এলাকার টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চেকপোষ্ট পরিচালনা করে রাত সোয় একটার দিকে নম্বরবিহীন একটি পিকাআপ তল্লাশি করে সবজির ভেতর থেকে ৬৫১ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close