পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

পলাশবাড়ীতে দোকান থেকে টাকাসহ মালামাল চুরি

গাইবান্ধার পলাশবাড়ীর কাশিয়াবাড়ী বাজারে মা-স্টোরের স্বত্ব¡াধিকারী আনারুল ইসলামের দোকান থেকে নগদ টাকাসহ সাড়ে ৯ লাখ টাকার মাল চুরি হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পলাশবাড়ী থানার এসআই তৌফিক হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী আনারুল ইসলাম গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাশিয়াবাড়ী বাজারে তার মা-স্টোর (মুদি দোকান) বন্ধ করে বাড়ি যায়।

পরদিন শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি দোকান খুলে ভেতরে দেখেন ক্যাশ বাক্সের তালা ভাঙা। ক্যাশ বাক্সে থাকা নগদ ৬ লাখ ৭৫ হাজার টাকা, রিচার্জ কার্ড, এমবি কার্ড গ্রামীণ, রবি, এয়ারটেল একত্রে ৫৫ হাজার টাকা, সিসি টিভির হার্ডডিক্স, ক্যামেরা, গুডলিফ, ব্যানসন, ডার্বি সিগারেট ১৭ কার্টন দোকানের কসমেটিকস মালামাল, মোবাইল ফোন ২টি, ২ লাখ টাকাসহ মোট সাড়ে ৯ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

পলাশবাড়ী থানার এসআই তৌফিক হাসান জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close