সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ-লুটপাট
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকার অটোরিক্সা গ্যারেজ করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে এবং আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গত শনিবার শ্যামপুর ও রঘুনাথপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগে বাজারের আমতলা-বহুলী রোডের শ্যামপুর তালতলা নামক স্থানে একটি অটোরিক্সা গ্যারেজ করাকে কেন্দ্র করে উভয় গ্রামের ২ চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জেরে শনিবার দিনব্যাপী মসজিদে মাইকিং করে উভয় গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায়। এসময় ৩৫ জন আহত এবং এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এসময় শ্যামপুর গ্রামের ২০-২৫টি বাড়িতে অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় অগ্নিসংযোগ নিয়ন্ত্রনে আনা হয়।
"