সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর, ২০২৪
যমুনার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীর দক্ষিণ থেকে খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত যমুনা নদীতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙ্গনে শতাধিক বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর ৪০-৫০ মিটার পর্যন্ত নদী গর্ভে বিলীন হলে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত নদী ভাঙ্গন রক্ষা ব্লক সেটিং ভাঙ্গনের কবলে পড়বে। ব্লক সেটিংয়ে ভাঙন শুরু হলে বিভিন্ন গ্রাম নদীতে বিলীন হবে। জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। শনিবার বিকেলে নদীর তীরে ঘন্টাব্যাপী মানবন্ধনে অংশ নেয় এলাকার নারী পুরুষ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন