ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ধর্মপাশায় বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎস্পর্শে রোজিনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিমি ধর্মপাশা সদর ইউনিয়নের নোয়াবন্দ দক্ষিণ পাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।
গত শনিবার বিকাল ৩টায় ধর্মপাশা সদর ইউনিয়নের নোয়াবন্দ দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা তার স্বামী দুলাল মিয়ার চালিত অটোরিকশা চার্জ দিতে যায়। এসময় অসাবধানতা বসত বিদ্যিতায়িত হয়। পরে এলাকাবাসী সেখান থেকে রোজিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে।
ধর্মপাশা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রোজিনার স্বামী ও ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পোস্টমর্টেম ছাড়াই তার স্বামী ও ভাইয়ের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।
"