রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

রায়পুরা পৌর শৌচাগারগুলো বেহাল সংস্কাদের দাবি

নরসিংদী রায়পুরা পৌর গণ শৌচাগার গুলোর (পাবলিক টয়লেট) বেহাল অবস্থা। এতে পৌরবাসী ও শ্রীরামপুর বাজারের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

জানা গেছে, পৌরসভায় পাঁচটি বাজার নিয়ে গঠিত। এসব বাজারে মধ্যে ঐতিহ্যবাহী শ্রীরামপুর বাজারে প্রতি সপ্তাহে দুইদিন হাট বাজার হয়। কিন্তু পাশে পৌর শৌচাগার গুলো বেহাল অবস্থা হওয়ায় তাদের বেশ ভোগান্তি পড়তে হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

পৌরবাসী দাবি করে জানান, পৌরবাসী ও শ্রীরামপুর বাজারের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ শৌচাগার গুলো বেহাল অবস্থা থাকায় পৌর কতৃপক্ষের কাছে পুনরায় সংস্কারের জন্য পৌরবাসী জোর দাবি জানিয়েছেন।

স্থানীয় কাউন্সিলর মো. আমির হোসেন জানান, এই বাজারে পৌর পাবলিক টয়লেট চারটি ছিল। কয়েকটি গণ শৌচাগার ভেঙ্গে জমিটি মরগেজ দিয়ে দোকান করে। বর্তমানে পৌর পাবলিক টয়লেটগুলো বেহাল অবস্থায় ব্যবসায়ী ও জনসাধারণের প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হয়। এই বিষয়ে পৌর পরিষদকে শ্রীরামপুর গণ শৌচাগারগুলো দ্রুত সংস্কারের জন্য বারবার তাগিদ দেয়। এ ছাড়া বাজারে তরকারি ও মাছ পট্টির সিড দোকানগুলো আরও বেহাল অবস্থা।

পৌর প্রকৌশলী মো. রুবেল সরকার এ বিষয়ে জানান, পৌর শৌচাগারগুলো শিগগির পুনরায় সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close