লালমনিরহাট প্রতিনিধি
০২ সেপ্টেম্বর, ২০২৪
আদিতমারীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তাহমিদুল রহমান তারা (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাহমিদুল ওই এলাকার মৃত আহমেদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তাহমিদুলকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তাহমিদুল তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী ও পরিবার ঘরের বাইরে থাকায় এই হত্যা ঘটে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন