সংক্ষিপ্ত সংবাদ
মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় সিধলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফ মাস্টারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে এ মানববন্ধন পালিত হয়। চার দিন ধরে পাঠ্যকক্ষ বর্জন করে এই কর্মসূচি গুলো করেছেন স্কুলের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক লতিফ মাস্টার দুর্নীতিবাজ, নারী লোভী, স্বেচ্ছাচারী, অর্থ আত্মসাৎকারী, এই অযোগ্য প্রধান শিক্ষককে আমরা স্কুলে দেখতে চাই না। এই শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
শিক্ষক সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ হয়েছে। গত শনিবার বিকেলে টাউন হল সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে এই সমাবেশ হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্ত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম.এন. আবছার, জেলা বিএনপি প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু প্রমুখ।
মতবিনিময়
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুরের নতুন পুলিশ সুপার আবুল কালাম আযাদ। গতকাল রবিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে ওই সভা হয়। সভায় বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, মুজিবুর রহমান, ইকবাল আহমদ সরকার, আমিনুল ইসলাম, ফজলুল হক মোড়ল, ইজাজ আহমেদ মিলন, আবুল হাসান প্রমুখ।
আলোচনা সভা
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে বৈষম্যহীন দুর্নীতি মুক্ত মেধা ভিত্তিক এসো দেশ গড়ি শীর্ষক এক আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে মুক্ত আলোচনা করেছেন সাবেক উপমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। গত শনিবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোকিত লালমনিরহাটের আয়োজনে এ আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। গত শনিবার দুপুরে প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এ মতবিনিময় হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এসএম ওয়াহিদুজ্জামান দিপু। উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা শিকদার হারুন আল রশিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহসভাপতি মনিরুজ্জামান মোল্লা প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি
হাতিয়া প্রতিনিধি
সচেতন নাগরিক সমাজ-হাতিয়া এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা হয়েছে। গত শনিবার বিকেলে নোয়াখালীর হাতিয়া পৌরসভা আর্শ্বাদ আলী মিয়াজী জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচির এই আয়োজন করেন। এতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার দিক তুলে ধরে আলোচনা করেন সচেতন নাগরিক সমাজ-হাতিয়ার সাধারণ সম্পাদক মাওলানা মো. মহিব্বুল মাওলা, যুগ্ম সম্পাদক মাওলানা নিয়াজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছায়েদ আহমেদ প্রমুখ।
"