হবিগঞ্জ প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

হবিগঞ্জে ৮ দফা দাবিতে বিক্ষোভ

স্থায়ী ক্যাম্পাস, পাঠদানে সুযোগ-সুবিধা, আবাসন ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

গতকাল রবিবার দুপুর ১২টায় শেখ হাসিনা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিটি ব্যাচের জন্য পরিপূর্ণ সুযোগ-সুবিধাসহ ক্লাসরুমের ব্যবস্থা, মেয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করণ, শিক্ষার্থীদের রাজনীতি নিষিদ্ধ করে নোটিশ প্রদান, প্রতিটি বিভাগে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ, শিক্ষকদের নিয়মিত উপস্থিত ও শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের এই ৮ দফা দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close