গাজীপুর প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরে নবাগত এসপির মতবিনিময়

গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুরের নতুন পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আযাদ। গতকাল রবিবার সকালে এসপি কার্যালয়ে ওই মতবিনিময় সভা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু’ প্রচলিত এ কথাটিকে আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু আমি যে কোন মূল্যে ফিরিয়ে আনতে চাই।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, দেশ রূপান্তর-এর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, চ্যানেল আই-এর প্রতিনিধি ফজলুল হক মোড়ল, সমকাল-এর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আবুল হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, নাজমুস সাকিব খান, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close