জামালপুর প্রতিনিধি
জামালপুরে সমাবেশ
সংবিধান ও পুলিশের আইন সংস্কারের দাবি জেএসডির
সংবিধান সংস্কারের দাবিতে জামালপুরে সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। গতকাল রোববার জামালপুর সদর উপজেলা জেএসডি (রব) এর আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন দলটির সদর উপজেলা সভাতি মো.আশরাফ আলী।
দলের সদর উপজেলা সাধারণ সম্পাদক ওমর হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মো. আমির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা জেএসডির সাধারণ সম্পাদক তাজউদ্দিন সবুজ।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা জেএসডির উপদেষ্টা মন্ডলীর সদস্য মশিউল আলম বাবুল, হাফিজুর রহমান মাস্টার, তোজাম্মেল হক, হাবিবুল্লাহ, আবুল বাশার, নজরুল ইসলাম, সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমির উদ্দিন বলেন, ‘দেশের ছাত্র ও যুবসমাজকে, ১৮ বছর বয়সী যুবকদের সামরিক বাহিনীর প্রশিক্ষণ দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য প্রস্তুত করুন। তাহলে কেউ আর কোনোদিন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করতে পারবে না। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কারের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য দেশকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করুন।’
আমির উদ্দিন আরো বলেন, ‘পুলিশ প্রশাসনের সংস্কার করে নতুন একটি শব্দ ব্যবহার করতে হবে। ১৮৬১ সালের বৃটিশ আইন দিয়ে পুলিশকে জাতির শত্রুতে পরিণত করেছেন যারা, তাদের বিচারের আওতায় আনতে হবে।’
পুলিশকে সেবক বাহিনী হিসেবে গড়ে তোলাসহ রাষ্ট্র ব্যবস্থাটি মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করার প্রত্যাশা করেছেন তিনি।
জেএসডির জেলা সভাপতি আমির উদ্দিন বলেন, ‘বেদনার কথা হলো, স্বাধীনতার ৫৩ বছরে কোনো দলই এদেশের সাধারণ জনগণের রাজনীতির কথা বলেনি। শুধু প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে তারা বিশ্বাসী ছিল। এদেশের ছাত্র ও যুবসমাজের সাহসী ঐতিহাসিক ভূমিকাকে ঢেকে রেখে, ইতিহাস বিকৃত করে সবার অধিকার কেড়ে নিয়েছিল।’
"