মাদারীপুর প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

বেদখল হওয়া ৬২ পুকুর উদ্ধার করল জেলা প্রশাসন

মাদারীপুরের বিভিন্ন উপজেলায় অস্তিত্ব সংকটে থাকা ও বেদখল হওয়া ৬২টি সরকারী (খাস) পুকুর উদ্ধার করেছে জেলা প্রশাসন। বিগত বছরগুলোতে বিভিন্ন কারণে এসব পুকুর থেকে রাজস্ব বঞ্চিত ছিল সরকার। সম্প্রতি এসব পুকুর উদ্ধার করা হয়। উদ্ধারের পর খননসহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুকুর থেকে রাজস্ব আয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন থেকে জানা গেছে, জেলা সদর উপজেলায় ২৪টি, রাজৈর উপজেলার ৩টি ও ডাসার উপজেলায় ৩৫টি খাস পুকুর রয়েছে। এসব পুকুরের মধ্যে কিছু বড় আকারের হওয়ায় স্থানীয়দের কাছে এগুলো দিঘি হিসেবে পরিচিত। ৬২টি পুকুরে জমির পরিমাণ প্রায় ৫০ একর। এছাড়া কিছু জমি আগে খাস তালিকায় থাকলেও বিভিন্নভাবে জালিয়াতির মাধ্যমে ব্যক্তির নামে রেকর্ড করানো হয়েছে। সেসব জমির রেকর্ড সংশোধন করে খাসের তালিকায় এনে সেগুলো ইজারা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, মূলত দুই কারণে পুকুর থেকে রাজস্ব বঞ্চিত ছিল সরকার। স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে প্রভাবশালীরা এসব পুকুর দখলে রেখেছিল। আর কিছু পুকুর সাময়িক বন্দোবস্তের নামে দীর্ঘ মেয়াদে দখল করে ছিল। এছাড়া কিছু পুকুর ভরাট হয়ে যাওয়ায় সেগুলো ইজারা দেওয়ার অযোগ্য ছিল। এছাড়া স্থানীয় ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এসব পুকুর ভোগ করছে তারা। যেসব পুকুর ভরাট হয়ে গেছে সেসব পুকুরে বিভিন্ন ধরনের চাষাবাদ করে প্রভাবশালী কেউ কেউ।

সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে পুকুরগুলো উদ্ধার করে। ইজারার প্রক্রিয়া চলমান রয়েছে। ইজারা সম্পন্ন হলে সরকার অনেক রাজস্ব পাবে বলে জানা যায়। সঠিক নিয়মে ইজারা দিলে ও সঠিক তদারকি অব্যাহত থাকলে প্রতি বছর প্রচুর রাজস্ব পাবে সরকার।

সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের এক যুবক বলেন, এতদিন জানতাম সরকারী দিঘিটি অনেক বছরের জন্য ইজারা নিয়েছে একটি মহল। সরকার যেহেতু দিঘিটি (পুকুর) উদ্ধার করেছে তাই ইজারা নিয়ে মাছ চাষ করা যাবে। এত আর্থিক সচ্ছলতাও আসবে কিছু বেকার ছেলেও কাজে লাগানো যাবে।

জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান বলেন, বেদখল থাকা ৬২টি পুকুর উদ্ধার হয়েছে। সেখানে জমির পরিমাণ প্রায় পঞ্চাশ একর। এছাড়া কিছু জমি আগে খাস তালিকায় থাকলেও বিভিন্নভাবে ব্যক্তির নামে রেকর্ড করানো হয়েছে। সেসব জমির রেকর্ড সংশোধন করে খাসের তালিকায় এনে সেগুলো ইজারা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। এতে সরকার অনেক রাজস্ব পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close