বাগেরহাট প্রতিনিধি
ইজিবাইক চালককে গলা কেটে হত্যা গ্রেপ্তার ২
বাগেরহাটের চিতলমারীতে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার মোল্লা (৪৫) নামে এক ব্যাটারি চালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার সহ এতে জড়িত থাকার
অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই দেলোয়ার মোল্লা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ কয়েকেজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহত আনোয়ার জেলা সদর উপজেলার মাঝিডাঙা গ্রামের সলেমান মোল্লার ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সজিব শেখ (২১) এবং সাগর মজুমদার (১৯)।
স্থানীয়দের বরাতে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার দাস জানান, শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহর থেকে কয়েকজন যুবক চিতলমারী যাওয়ার কথা বলে আনোয়ার ইজিবাইকটি ভাড়া করেন। আসামিরা বাগেরহাট-পিরোজপুর সড়কের চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে পৌঁছালে চালক আনোয়ারের কাছে চাবি চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। পরে ছিনতারকারীদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে পুলিশে খবর দেয়।
"