শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

সুন্দরবনে আবারও কর্মচাঞ্চল্যে ফিরছেন জেলে বাওয়ালিরা

সুন্দরবনের নদ-নদীতে মাছ ও কাঁকড়া ধরার নিষেধাজ্ঞা শেষ হতে চলেছে। আজ ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি দেওয়া হবে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে কয়েকদিন ধরেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালী ও রমজাননগর এলাকায় দেখা গেছে জেলে ও বাওয়ালীরা পুরোনো নৌকা ও ছেঁড়া জাল মেরামত ও রং করার কাজে ব্যস্ত।

জানা গেছে, নিষেধাজ্ঞার কারণে গত তিন মাসে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রায় ১০ হাজার জেলে পরিবার মাছ ও কাঁকড়া ধরতে পারেনি, ফলে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে।

বুড়িগোয়ালিনী এলাকার ষাটোর্ধ্ব হানিফ গাজী জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে তাদের সংসার চালাতে অন্যান্য কাজ করতে হয়েছে।

নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার জন্য প্রস্তুতি নেওয়া এক জেলে ওয়াহেদ গাজী বলেন, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই বাদায় (সুন্দরবনে) মাছ-কাঁকড়া ধরার কাজে জড়িত। এখন পর্যন্ত এ পেশায় আছি।

সরকারের পক্ষ থেকে দেওয়া সহায়তা নিয়ে ক্ষোভ

প্রকাশ করে জেলেরা জানান, এ সহায়তা সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। তারা সুন্দরবনের মাছ ও কাঁকড়া রক্ষার জন্য সরকারের নেওয়া অভিযানের প্রশংসা করেছেন এবং আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সুন্দরবন ট্রলার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানান, মাছ ধরা ও পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞার কারণে সাতক্ষীরা রেঞ্জের পাঁচ শতাধিক ট্রলারের প্রায় এক হাজার ট্রলারচালক ও শ্রমিক বেকার ছিলেন। এখন তারা আবারও কাজের সুযোগ পাবেন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, নিষেধাজ্ঞার সময় শেষ হয়ে যাওয়ায় সুন্দরবনের জেলে ও বাওয়ালীদের মুখে আনন্দের ঝিলিক দেখা যাচ্ছে। তারা আবারও নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। এবং আশা করছেন এই মৌসুমে ভালো মাছ ও কাঁকড়া পাওয়া যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close