রাজবাড়ী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর, ২০২৪
গোয়ালন্দে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দে আলমগীর কবির (৫২) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণ, অভ্যন্তরীণ বিরোধের কারণে জেলার বাইরে থেকে ধরে আনার পর দুর্বৃত্তরা যুবককে হত্যা করে ফেলে যায়।
শনিবার সকালে উপজেলার দেবগ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত আলমগীর ফরিদপুরের নগরকান্দা থানার খুতরা হাটি এলাকার মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ জানান, শনিবার কয়েকজন পথচারী গোয়ালন্দ উপজেলার বটতলার কাছে রাস্তার ধারে গলা কাটা যুবকের লাশ পড়ে থাকতে দেখে। তারা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন