সংক্ষিপ্ত সংবাদ
দিনব্যাপী অনুষ্ঠান
পটুয়াখালী প্রতিনিধি
শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্য শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৫০তম তিরোভাব, শুক্লা দশমী ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে পটুয়াখালীতে ১১ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল শনিবার ভোরের দিকে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। বেলা ১১টায় পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শ্রীগুরু সংঘ পটুয়াখালী শাখার আয়োজনে হাজারো ভক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভা
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর ফল বাজার বাস্তবায়ন আহ্বায়ক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বাদ মাগরিব উপজেলার কালইর বাজারে আব্দুল করিম মার্কেটে ফল বাজার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আতাউর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাবাড়ি উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক তাজামুল হক, বিজিবির সাবেক সদস্য নাজির হোসেন প্রমুখ।
পোনা বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ভাঙনকবলিত এলাকার কৃষকদের মধ্যে ধানের বীজ ও সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা বিতরণ করা হয়েছে। ইউএনও মাহেরা নাজনীন এর উদ্বোধন করেন। গতকাল শনিবার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কার্যালয়ে দেলুটি ইউনিয়নের ভাঙনকবলিত এলাকার ৪০০ জনকে ৫ কেজি করে ২ টন ধানের বীজ প্রদান করা হয়।
অপরদিকে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ৩৭টি প্রাতিষ্ঠানিক সরকারি জলাশয়ে ৪৪৫ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়। এদিন বেলা সাড়ে ১১টায় পোনা বিতরণ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক প্রমুখ।
পাচারকারী কারাগারে
মোংলা প্রতিনিধি
সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে শিকার মাছ দিয়ে শুঁটকি করে তা পাচারের দায়ে গত শুক্রবার দুই সদস্যকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে মোংলার পশুর নদী সংলগ্ন চিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দুই শুটকি মাছ পাচারকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ বস্তা শুঁটকিও জব্দ করা হয়। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরে করে বনবিভাগ।
মতবিনিময়
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার সকাল ১১টায় তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। সভায় বক্তব্য দেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি, চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ প্রমুখ।
"