বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
০১ সেপ্টেম্বর, ২০২৪
বাউফলে নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর বাউফলে আব্দুর রাজ্জাক খলিফা (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকা আলকি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুর রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের খলিফা বাড়ির তোজম্বর খলিফার ছেলে। আব্দুল রাজ্জাক খলিফার ছেলে জাহাঙ্গীর খলিফা জানান, তার বাবা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার তিনি নিখোঁজ হন। শনিবার সকালে স্থানীয়দের কাছে জানতে পারেন কালাইয়া নৌ ফাঁড়ির পুলিশ একটি লাশ উদ্ধার করেছে।
এরপর ফাঁড়িতে গিয়ে তার বাবার লাশ শনাক্ত করেন। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান বলেন, লাশটি ময়না তদন্তের জন্যপটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন