গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

গোবিন্দগঞ্জে পুড়ল ১১ দোকান

গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাজারে আগুনে ১১টি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বৈরাগীরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, মোবাইল চার্জার এর মাধ্যমে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কার্যক্রম শুরু করে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল বারী জানান, বৈদ্যুতিক সার্কিট থেকে লাগা এ আগুনে বাজারের ১১টি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close