দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

সুপারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদারেরচর আব্দুল গণি ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার হাসমত আলী ও সহকারী শিক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী।

গতকাল শনিবার উপজেলার ওই মাদরাসা মাঠে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়।

সমাবেশে মাদরাসার সুপার হাসমত আলী বলেন, স্থানীয় মাদারের চর (তালতলা) গ্রামের আজহার আলীর ছেলে মাদরাসার সাবেক শিক্ষক (মৌলভী) নাদের হেসেনকে ২০১৩ সালে সহকারী শিক্ষক (মৌলভী) পদে নিয়োগ দেওয়া হয়েছিলো। পরবর্তীতে তার প্রয়োজনীয় কাগজপত্র বৈধ না থাকায় এবং জাল শিক্ষক নিবন্ধন সনদটি শনাক্ত হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে (মাউশি) থেকে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে মাদরাসা কর্তৃপক্ষ বিধি মোতাবেক তাকে চাকরি থেকে অব্যাহতি দেন। পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সহকারী মৌলভী পদে সারমিন বেগমকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দানের ক্ষেত্রে কোনো অর্থনৈতিক লেনদেনের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। নাদের হোসেন তার পদটি ফিরে পেতে জামালপুর আদালতে অভিযোগ করেন। অভিযোগের কোনো সত্যতা না থাকায় তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাদের হোসেন আমার, আমার প্রতিষ্ঠান ও সহকারী শিক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া ছাড়াও পড়াশোনার পরিবেশ বিনষ্ট হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close