শাবিপ্রবি প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

নির্দলীয় প্রশাসন চেয়ে শাবিপ্রবিতে মানববন্ধন

ক্যাম্পাসে নির্দলীয় প্রশাসন ও সকল প্রকার রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল শনিবার বিকেল সোয়া ৪টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি মেয়েদের আবাসিক হল ঘুরে প্রধান ফটকে গিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মিছিল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা, তোমার দাবি আমার দাবি, নিরপেক্ষ ভিসি চাই; ক্যাম্পাসে রাজনীতি চলবেনা চলবে না; হলে রাজনীতি চলবেনা চলবেনা; শিক্ষকদের রাজনীতি চলবেনা চলবেনা; সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও শাবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, ছাত্রলীগকে আমরা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করেছি। আমরা আর কোনো দলীয় ছাত্র সংগঠনকে দখলদারিত্বের রাজনীতি করতে দিব না। পাশাপাশি শিক্ষকদের রাজনীতিও নিষিদ্ধ করা হবে। শিক্ষকরা যেন লাল, নীল, সাদা দল নামে রাজনীতি করতে না পারে এজন্য প্যানেল ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close