রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
‘মাহফুজ অ্যাগ্রো ফার্ম’
রামগঞ্জে বন্যায় দুই হাজার মুরগির মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার পানিতে ডুবে ‘মাহফুজ অ্যাগ্রো ফার্ম’ নামে একটি খামারের দুই সহস্রাধিক মুরগির মৃত্যু হয়েছে। এতে আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে খামারের মালিক মো.মাকসুদ আলমের।
গত শুক্রবার বিকেলে রামগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ড নৌরিমপুর বাজার-সংলগ্ন মেইন সড়কের পাশে মাহফুজ অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, ফার্মটির সামনে সড়কসহ চারপাশে এবং ফার্মের ভেতরে এখনো প্রচুর পানি জমে আছে।
জানা যায়, উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউপির দক্ষিণ চন্ডিপুর জান মোহাম্মদ পাটোয়ারী বাড়ির ছেলে মাকসুদ আলম ২০২১ সালে রামগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ড নৌরিমপুর বাজার-সংলগ্ন সেলামত উল্যাহ মুন্সি বাড়ির সামনে ১৯ শতক জায়গায় ১০ বছরের জন্য স্থানীয় বাসিন্দা আবদুস সালাম ভুট্টু থেকে ইজারা নিয়েছেন। এতদিন তার খামার ভালোভাবেই চলে আসছিল। কিন্তু হঠাৎ করে রামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এতে মাহফুজ অ্যাগ্রো ফার্মসহ ওই এলাকার বিভিন্ন বাড়িঘরেও পানি ডুকে পড়ে। এসময় ফার্মের ভিতরেও হাঁটুসমান পানি হয়ে যায়
মাহফুজ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. মাকসুদ আলম বলেন, আমার আয়ের একমাত্র অবলম্বন ছিল এ খামারটি। বন্যার পানিতে মুহূর্তের মধ্যে আমার সব মুরগি ডুবে যায়। আশপাশের মানুষের সহযোগিতায় তড়িঘড়ি করে কিছু মুরগি সরাতে পারলেও আড়াই হাজারের মধ্যে দুই হাজার মুরগিই মারা গেছে। কর্মসংস্থান ব্যাংক থেকে দুই লাখ এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৫০ হাজার, এছাড়া শ্বশুর বাড়ি থেকে আড়াই লাখ টাকা ধার নিয়েছি। এখন আমার সব শেষ। কীভাবে এসব টাকা পরিশোধ করব, জানা নেই।
স্থানীয় কয়েকজন জানান, গত ৪৮ বছরের ইতিহাসে রামগঞ্জ পৌরসভায় এত পানি হতে আমরা দেখিনি কিংবা শুনিনি। আমরা কখনো কল্পনাও করিনি, পৌরসভায় এত ভয়াবহ বন্যা হবে। মাকসুদ আলমসহ ক্ষতিগ্রস্ত সকল খামারিদের পাশে সরকারের পক্ষ থেকে দাঁড়ানো উচিত।
ফার্মের কর্মচারী মো. আনোয়ার জানান, রাতে প্রচন্ড বৃষ্টি হওয়ায় সকাল ৮টার ভিতর মুহূর্তর মধ্যে পানি বেড়ে যায়। তখন আমি খামারের মালিককে কল দিলে তিনি আসতে আসতে সকাল ৯টার মধ্যে সব মুরগি পানিতে ডুবে যায়। এ সময় আমরা স্থানীয়দের সহযোগিতায় কিছু মুরগি সরাতে পারলেও বাকি সব মুরগি মারা যায়।
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলামের মুঠোফোনে কল দিয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
"