কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
১৫ আগস্ট, ২০২৪
ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প
কাউনিয়ায় দোকানঘর পেল ৮ ভিক্ষুক
রংপুরের কাউনিয়া সমাজসেবা বিভাগের বাস্তবায়নে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে ৮ ভিক্ষুক কে মালামাল সহ দোকান ঘর হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব হস্তান্তর করা হয়।
মালামাল নগদ অর্থ সহ দোকান ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সামিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার প্রমুখ। প্রতিজন ভিক্ষুকের জন্য দোকান ঘর নির্মাণ, মালামাল, যাতায়াত সহ ৫০ হাজার টাকা করে ব্যয় করা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন