সংক্ষিপ্ত সংবাদ
মাদরাসায় বিক্ষোভ
খুলনা ব্যুরো
নিয়োাগ বাণিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের মোহাম্মদ যাকারিয়ার পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা। জাকারিয়া আওয়ামী লীগ সমর্থিত উলামা লীগের কোটায় অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন। গত মঙ্গলবার বেলা ১১টায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ করা হয়।
মতবিনিময় সভা
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কমান্ডিং কর্মকর্তা কর্নেল মোহসীন হাসান, পুলিশ সুপার আবদুস ছালাম, জেলা আনসার কমান্ড্যান্ট, জেলা বিএনপি, জামায়াত ইসলামীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ, ও জনপ্রতিনিধি।
তিনজন গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সলঙ্গা থানায় মাদক বিরোধী অভিযানে ২৮১ বোতল ফেন্সিডিল সহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় গত মঙ্গলবার সন্ধ্যায় সলঙ্গা থানার বাগীচাপাড়া গ্রামের সন্নিকটে ঢাকা-রংপুর মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো সুমন মিয়া, রবিউল ইসলাম এবং মফিজুল ইসলাম। আসামিদের সলঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সহকারি পুলিশ সুপার কর্মকর্তা মো. উসমান গনি স্বাক্ষরতি এক তথ্য বিবৃতিতে জানা গেছে।
আইনশৃঙ্খলা সভা
ভাণ্ডারিয়া প্রতিনিধি
১৫ আগস্টকে সামনে রেখে নাশকতা ঠেকাতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সভা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন এর উদ্যোগে এ আইন শৃঙ্খলা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা সভায় বক্তব্য দেন, সেনাবাহীনির ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি উজ্জল হালদার, পুলিশ পরির্দশক তদন্ত মো. সোলায়মান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আ. হাই হাওলাদার প্রমুখ।
চেক বিতরণ
বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ও চাম্বল ইউনিয়নে বন্য হাতি দ্বারা নিহত পরিবারের মাঝে ৬ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও জেসমিন আক্তার, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, জলদীর বিট কর্মকর্তা উহ্লামং চৌধুরী প্রমুখ।
শহীদদের স্মরণ
ইসলামপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সহিংসতায় প্রাণ হারানো বীর শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে তাদের হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। গত বুধবার রাত ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্যোগে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মেহেদি হাসান সানির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়ক জিহাদি হাসান নাবিল খান, মো. শরীফ সরকার, হৃদয় খান লোহানী, ইরাম সরকার প্রমুখ।
"