নেত্রকোনা ও সাতকানিয়া প্রতিনিধি
দুই প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে আন্দোলনে শিক্ষার্থীরা
অনিয়ম-দুর্নীতি, অসদাচরণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতার অভিযোগে নেত্রকোনা সদরের হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক তুহিনের অপসারণের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থী ও অভিভাবকরা। তার কক্ষে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বিরামপুরে অবস্থিত ওই বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন হয়।
এদিকে একই অভিযোগ চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। প্রধান শিক্ষক অনুপম মহাজনের পদত্যাগের দাবি চেয়ে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে বিক্ষোভ করে তারা।
নেত্রকোনা প্রতিনিধি জানান, প্রধান শিক্ষকের নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ফিরিস্তি তুলে ধরে মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ফজলু মিয়া, অভিভাবক মো. লুৎফুর রহমান, মো. মিন্টু মিয়া; শিক্ষার্থী মো. এমদাদুল হক, মো. মিজান মিয়াসহ অন্যরা।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক আজহারুল হক তুহিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই অনুগত একটি ক্যাডার বাহিনী গড়ে তুলেন।
তিনি প্রধান শিক্ষকের পদ না ছেড়ে, বিদ্যালয়ে নিয়ম না এসেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউপির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যহত হওয়ার পাশাপাশি শিক্ষার মান নিচের দিকে নেমে যাচ্ছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে চালে বাধা দিয়ে ভয়-ভীতি দেখান। তাই শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করছে।
এদিকে সাতকানিয়া প্রতিনিধি জানান, খাগরিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করায় বহিরাগতদের দিয়ে নানাভাবে হেনস্তা করেন প্রধান শিক্ষক। তাই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছে শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষক পদত্যাগ করা না পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সায়মন, রাহাত তামিমসহ কয়েকজন বলেন, ছাত্র আন্দোলনে সমর্থন করায় প্রধান শিক্ষক তাদের নানাভাবে হয়রানি করেছেন। তিনি সীমাহীন দুর্নীতি করে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছেন।
জানতে চাইলে শিক্ষক অনুপম মহাজন নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
"