প্রতিদিনের সংবাদ ডেস্ক
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন
ছাত্র-জনতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-অবস্থান
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সহকারী সংগঠনের নেতাকর্মীরা। এতে সম্প্রতি কোটা সংস্কার, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন ও সরকার পতনের এক দফা আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদ জানানো হয়। হত্যায় জড়তি থাকার অভিযোগ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন তারা।
সেই সঙ্গে বক্তারা বিডিআর বিদ্রোহের সেনা কর্মকর্তা, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারসহ বিএনপি নেতা ইলিয়াস আলীসহ নিখোঁজ ব্যক্তিদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ: জেলা শহরে কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া জেলা বিএনপি। গতকাল বেলা ১১টায় শহরের আরামবাগ এলাকায় অবস্থান করেন সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, সদস্যসচিব মো. রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিক, সদস্য মো. ইসমাইল হোসেন, আব্দুস সাত্তার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওবায়েদ পাঠান, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজসহ অন্যরা।
শেরপুর : জেলার ঝিনাইগাতীতে বিকেলে বিক্ষোভণ্ডসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল¬াহ। উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্নআহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।
শরীয়তপুর : জেলার বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর সন্বয়ে নাগরিক কমিটির আয়োজনে গতকাল সকালে বিক্ষোভ শেষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন পুলিশ বক্স মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, জামায়াতে ইসলামীর জেলা শাখার সাবেক আমির খলিলুর রহমান, জেলা আমির অধ্যক্ষ আব্দুর রব হাসেমী, ইসলামী আন্দোলনের জেলার প্রধান উপদেষ্টা হাফেজ শওকত আলীসহ অন্যরা।
মাগুরা : জেলা শহরে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, প্রচার সম্পাদক মো. নূর হোসেন জসিমসহ অন্যান্য।
মানিকগঞ্জ : জেলা বিএনপির আয়োজনে শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে গতকাল দুপুরে একটি বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সহসভাপতি আজাদ হোসেন খান, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া : জেলা শহরের মজমপুর গেটে সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপুসহ দল ও অঙ্গ-সংগঠনের নেতারা অংশ নেন। এছাড়া মোটরসাইকেল সিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।
গাইবান্ধা : জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান ও পরে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলীর দুখুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমসহ অন্যরা।
দোহার (ঢাকা): ঢাকার দোহারে জয়পাড়ায় অবস্থান ও বিক্ষোভ করেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। উপস্থিত ছিলেন দোহার বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর সভাপতি এস এম কুদ্দস, সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুমসহ অন্য নেতাকর্মীরা।
বাউফল (পটুয়াখালী) : জেলার বাউফলে ডাক বাংলো সংলগ্ন থানা সেতুর পূর্বপাশে পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদার, উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক তসলিম তালুকদার প্রমুখ। এছাড়া দুপুরে বাউফল পাবলিক মাঠে উপজেলা বিএনপির আহবায়ক জব্বার মৃধার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মো. মনির হোসেন।
এছাড়া দিনাজপুরের ফুলবাড়ী, সিরাজগঞ্জের তাড়াশ ও আত্রাই, সুনামগঞ্জের ধর্মপাশা ও জগন্নাথপুর, দিনাজপুরের ঘোড়াঘাট, চট্টগ্রামের হাটহাজারী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া, মাদারীপুরের ডাসার, নরসিংদীর মাধবদী, হবিগঞ্জের মাধবপুর, রংপুরের মিঠাপুকুর, বাগেরহাটের মোংলা, ময়মনসিংহের মুক্তাগাছা, কুড়িগ্রামের নাগেশ্বরী, খুলনার পাইকগাছা, বরগুনার পাথরঘাটা, বগুড়ার শিবগঞ্জ, নোয়াখালীর হাতিয়ায় বিএনপির উপজেলা, পৌর ও ইউনিয়ন সংগঠনের নেতাকর্মীরা একই কর্মসূচি পালন করেছে। একই দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভণ্ডসমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।
"