গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বিক্ষোভে ৮ দাবি সনাতন ধর্মালম্বীদের
সংখ্যালঘু কমিশন গঠনসহ ৮ দফা দাবি তুলে ধরে গোপালগঞ্জে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীরা (হিন্দু সম্প্রদায়) বিক্ষোভণ্ডমিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায় ওপর হামলা, নির্যাতন, বাড়ি ও ব্যবসায়প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তারা।
গতকাল বুধবার (১৪আগস্ট) দুপুরে এর আয়োজন করে উত্তর অঞ্চলের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। শহরের সাতপাড় বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বৌলতলী, সাহাপুর, সিংগা, করপাড়া, কংশুর, উলপুর, নিজড়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীদের অংশগ্রহণে ওই এলাকার সড়কগুলো পূর্ণ হয়ে যায়। পরে মিছিলটি বৌলতলী বাজার সামনে মানববন্ধন ও সমাবেশ করে।
সাতপাড় থেকে বৌলতলী পর্যন্ত সড়কের প্রায় ৪ কিলোমিটার অংশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার লোকজন কর্মসূচিতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জ টেকেরহাট সড়কে প্রায় সাড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশের সভাপতিত্ব করেন বৌলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাহাপুর ইউপি চেয়ারম্যান বিনয় সরকার অনাদি, সাতপাড় ইউপি চেয়ারম্যান প্রণব বিশ্বাস বাপি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিতিশ রায়, হিন্দু সম্প্রদায়ের নেতা টিটো বৈদ্য।
সংক্ষিপ্ত সমাবেশে সংখ্যালঘু কমিশন গঠন করাসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা বলেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও প্রতিমা ভাঙচুর হচ্ছে। তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নারীদের লাঞ্ছিত করাসহ দেশছাড়ার হুমকি দেওয়া হয়।
এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়াতে হবে।
"