উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া
উধুনিয়ায় কম মূলধনে ভ্রাম্যমাণ ব্যবসা
সপ্তাহের শুক্র ও শনিবার এখানে বেশিসংখ্যক মানুষ আসেন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখনকার বর্ষাকালে বিনোদন আনন্দে পছন্দের জায়গা উধুনিয়ায় কম চালানে (মূলধন) নানা খাবার পণ্যের ভ্রাম্যমাণ দোকানীরা ভালো ব্যবসা করছেন। কফি হাউজগুলো খদ্দেরদের ভিড়ে জমজমাট থাকছে। এদিকে সড়ক বিভাগের জায়গায় পাকা সড়কের কাছাকাছি নতুন দোকান করা হচ্ছে। অনেকেই জায়গায় খুটি পুতে রেখেছেন।
জানা গেছে, উপজেলার পাথার প্রান্তরের উধুনিয়া ইউনিয়ন এলাকায় (উধুনিয়া - বাংলাপাড়া) সড়ক ও জনপথ বিভাগ থেকে বছর তিনেক আগে সড়ক নির্মাণ করা হয়। এরপর থেকেই বর্ষাকালে উধুনিয়া সড়কে আনন্দ বিনোদনে নানা পেশার জনগণের আড্ডা ভিড় জমছে। পাকা সড়কের ধারে এখন তিনটি কফি হাউজ, রেষ্টুরেন্ট খোলা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের ভিড় এখানে জমছে। অনেকেই গোটা পরিবার নিয়ে আসছেন। এদের বেশিজন ভ্যান রিক্সায় আসছেন। এছাড়া নৌকায় পিকনিক করতে আসা জনগণ একবার কিছুটা সময় হলেও এখানে আসছেন। এদিকে উধুনিয়া সড়কের ধারে ফুসকা, চটপটিসহ নানা খাদ্যের ত্রিশ থেকে পয়ত্রিশ দোকান অস্থায়ীভাবে বসে থাকে। এদিকে সড়ক বিভাগের জায়গায় পাকা সড়কের কাছাকাছিতে নতুন দোকান করা হচ্ছে। অনেকে দোকানপাট করবেন বলে সড়ক বিভাগের জায়গায় বাশের খুটি পুতে রেখেছেন।
ওইখানেন কয়েকজন দোকানী বলেন, সপ্তাহের শুক্রবার ও শনিবারে এখানে বেশি সংখ্যক মানুষ আসেন। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা অবধি জনগণের ভিড় কমবেশি জমে থাকে। কম মূলধন নিয়ে তারা ব্যবসা করছেন। তাদের দোকানগুলোয় বেশ ভলোই কেনাবেচা হয় বলে জানান। এখানে বেড়াতে আসা আশানুর রহমান জানান, পরিবারে সবাই বলতে পাঁচজনকে নিয়ে অটো ভ্যানে এসেছেন। এখানে ঘুরে বেড়িয়ে তারা বেশ আনন্দ পাওয়া আর ভালোই লাগছে বলে জানান।
"