মাগুরা প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০২৪

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মাগুরায় জাসদের প্রতিবাদ

দেশজুড়ে হত্যাকাণ্ডের বিচার, নিহত-আহতদের ক্ষতিপূরণ দেওয়া এবং হামলা, লুটপাট, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়।

বাংলাদেশ জাসদ মাগুরা জেলার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ মাগুরা জেলার সাধারণ সম্পাদক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সদস্য হিমাংশু দেব বর্মণ, বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাসারুল হায়দার বাচ্চু। সভা পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার সদস্য সচিব ভবতোষ বিশ্বাস জয়।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ঘটনায় দেশের আপামর ছাত্র সমাজ ও জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন।

নেতৃবৃন্দ একই সঙ্গে এই আন্দোলনে নিহত সকল ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই বীর শহিদেরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক লড়াইয়ের সংগ্রামী চেতনায় চির ভাস্বর হয়ে থাকবেন।

অবিলম্বে এই হামলাকারী, লুটপাটকারী ও ভিন্ন মতালম্বী মানুষের উপর নির্মম হামলা-নির্যাতন বন্ধ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close