লালমনিরহাট প্রতিনিধি
১০ আগস্ট, ২০২৪
ভয় দেখিয়ে টাকা দাবি দুষ্কৃতকারীদের পরপর দুদিন অগ্নিসংযোগ
লালমনিরহাটের আদিতমারীতে একই বাড়িতে পর পর দুদিন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে আদিতমারীর পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের আবেদ আলীর বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, গত বুধবার সন্ধ্যায় আবেদ আলীর বাড়ির উঠানে খড়ের ঢিবিতে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
দুষ্কৃতকারীরা আবেদ আলীর কাছে টাকা দাবি করে বলেন, টাকা দিলে আর তার বাড়িতে কোনো রকম হামলা করা হবে না। আবেদ আলী টাকা না দেওয়ায় আবার গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার গোয়াল ঘরে আগুন দেয় দুষ্কৃতকারীরা।
আদিতমারী থানার ওসি মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ আবার জনগণের সেবায় নামবেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন