ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ডাকাত আতঙ্কে রাতে পাহারায় ছাত্র-জনতা
ঢাকার ধামরাইয়ে ডাকাত আতঙ্কে রাতে পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা। গত বুধবার রাত থেকে ধামরাই পৌর শহরের বরাত নগর এলাকায় পাহারা দিচ্ছেন তারা।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় হামলা করে অগ্নিসংযোগসহ নাশকতা ও লুটপাটের ঘটনা ঘটে। তার জের ধরে ঢাকার ধামরাইয়ের বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আতঙ্ক ও ডাকাতের হাত থেকে জনগণকে রক্ষার জন্য রাত জেগে প্রতিটি পাড়া মহল্লায় পাহাড়া দেন ছাত্র-জনতা।
হজুরীটোলার এলাকার দেওয়ান নজরুল নামে এক ব্যক্তি বলেন, ছাত্র-ছাত্রীদের বিজয়কে নস্যাৎ করতে দেওয়া যাবে না। যারা এমন লুটপাট করবে তাদের জনতা রুখে দেবে। ডাকাতদের সম্পর্কে মহল্লার সবাইকে সজাগ থাকতে বলেন। এছাড়া যেকোনো মহল্লায় ডাকাতি হলে সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে জানিয়ে দেবেন এবং এলাকার সবাই মিলে ডাকাত দলকে প্রতিহত করবেন। প্রয়োজনে তাদের আটক করে সেনাবাহিনীকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেবেন।
রিফাত নামে এক ছাত্র বলেন, আমাদের অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে এই বিজয়। আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দেব না। ডাকাত ও লুটকারীদের প্রতিহত করতে ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে কমিটি করে দিয়েছি। এই কমিটি জনতাকে সঙ্গে নিয়ে রাত জেগে ডাকাত ও লুটকারীদের প্রতিহত করে সেনাবাহিনীদের হাতে তুলে দেব।
"