ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
০৭ আগস্ট, ২০২৪
ফুলপুরে সাইফুল হত্যার বিচার দাবি
কোটা সংস্কার আন্দোলনে ফুলপুরে গুলিতে নিহত সাইফুল ইসলাম (৩৫) হত্যার বিচার দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। রহিমগঞ্জ বাজার থেকে মিছিলটি শুরু হয়ে ফুলপুর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিরে উপস্থিত ছিলেন নিহতের ভাই হাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, বাবুল মিয়া, শফিকুল ইসলাম, এলাকার খোরশেদ আলম সরকার, আব্দুর রহিম প্রমুখ। উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামের তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম গত ২০ জুলাই পৌরসভার আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে এসেছিলেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে তার মৃত্যু হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন