মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জমি-সংক্রান্ত বিরোধ
মান্দায় মারপিটে আহত ৪
নওগাঁর মান্দায় হুমকির মামলা করে অবৈধভাবে প্রতিপক্ষের জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অভিযুক্তদের মারপিট ও অস্ত্রের কোপে ৪ জন গুরুত্বর আহত হয়েছেন। গত সোমবার বেলা ১২টার সময় উপজেলার মৈনম ইউপির মৈনম সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মৈনম সরকার পাড়া গ্রামের আজিজুর রহমান (৫৫), মোরসালিম (২২), আবুল কালাম আজাদ (৬৫) ও নজরুল ইসলাম (৬২), ও নাজমুল হক (৩২)।
অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী আসলাম হোসেন (৪০), আতাউর রহমান (৫৫), হায়দার আলী (৫৭), সাইদুর রহমান (৬০), মোহসিন আলী (২৮) ও আলমগীর হোসেন (২৬)।
ভুক্তভোগী ও আহতরা জানান, মঈনুল ইসলামের নামীয় বাপ-দাদার পৈত্রিক সম্পত্তির ১১ শতাংশ জমি অভিযুক্তরা জাল স্বাক্ষর করে দলিল সম্পাদন করেন। দলিল সম্পাদনের স্ট্যাম্প নাজমুল নামে এক ব্যক্তির নামে উত্তোলন পূর্বক তাদের নামীয় দলিল দেখিয়ে জমি দখলের পায়তারা করে আসছেন। আমাদের ভোগ-দখলীয় সম্পত্তিতে ঘটনার দিন গেলে তারা অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিকভাবে তারা হামলা চালায়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর আহত হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় কিছু ব্যক্তি জানান, অভিযুক্তরা দীর্ঘদিন থেকে বন্ধকের নামে বহু মানুষের জমি দখল করেন তারা। তাদের বিরুদ্ধে শালিশ বৈঠক করেও কোনো লাভ হয় না।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
"