পবিপ্রবি প্রতিনিধি
০৭ আগস্ট, ২০২৪
পবিপ্রবির নতুন রেজিস্ট্রার হেমায়েত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।
গত সোমবার বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রারকে প্রাক্তন রেজিস্ট্রারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার অনুরোধ করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম হেমায়েত জাহান বলেন, আশা রাখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই এ দায়িত্বপালনে আমাকে সহযোগিতা করবেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন