গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০২৪

সরকারি স্থাপনা ও বাড়িঘরে হামলা নয় : বাবলু

কোনো সরকারি স্থাপনা কিংবা ব্যক্তিগত আক্রোশে কারো বাড়ি-ঘরে হামলা না চালানোর অনুরোধ করেছেন গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ফেরার পথে উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় তাকে ফুল দিয়ে বরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা শেষে নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন অনুরোধ জানান তিনি।

নেতাকর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে মশিউর রহমান বাবলু জানান, আওয়ামী সরকারের দুঃশাসন, হামলা, মামলার কারণে এলাকায় আসতে বাধার সম্মুখীন ছিলেন তিনি। বাসায় থাকতে দেওয়া হয়নি, দলীয় এমনকি সামাজিক পারিবারিক কোনো কর্মসূচি পালন করতে পারেননি। মনে হচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। দেশনেত্রী মুক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেই নেতাকর্মীদের ত্যাগ সার্থক হবে।

আয়োজক সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর বিএনপি ও সংযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছসিত। এরই মধ্যে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে ফেরার বার্তা এসেছে। এই শুভক্ষণে গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান নেতাকর্মীদের মধ্যে ফিরে আসায় তারা উজ্জীবিত হয়ে তাকে বরণ করতে ওই আয়োজন করেছে।

কাছিকাটা টোলপ্লাজায় মশিউর রহমান বাবলুকে বরণ শেষে মোটর সাইকেল শোভাযাত্রাটি নয়াবাজার গুরুদাসপুর হয়ে চাঁচকৈড় বাজার প্রদক্ষিণ শেষে তার বাস ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অন্তত ৩ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুফি সাইদ, কাউন্সিলর সামসুর রহমান, জাহিদ মোল্লা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন হাসান প্রমুখ।

, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, ব্যাবসায়ী জাহিদুল ইসলাম, যুবনেতা সেলিম শাহ, আব্দুল মালেক ভুলুসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close