হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে থানার সামনে পুলিশ কর্মকর্তার লাশ
হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারী-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে জনতার গণপিটুনিতে নিহত বানিয়াচং থানার এসআই সন্তোষের লাশ থানার সামনে পড়ে থাকতে দেখা গেছে। এতে দেখা দিয়েছে উৎসুক জনতার ভিড়। এর আগে, গতকাল রাতে এসআই সন্তোষকে হত্যার পর তার মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বিক্ষুব্ধকারী জনতা।
এদিকে, সংঘর্ষের ঘটনায় নিহত সাংবাদিকসহ ৭ জনের জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বানিয়াচং এলআর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এক সারিতে ৭ জনের জানাজা অনুষ্ঠি হয়।
গত সোমবার দুপুরে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয় বিক্ষুব্ধদের। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে।
পুলিশের গুলিতে ঘটনাস্থলে তিনজনসহ ৭ জন নিহত হন। আহত হন পুলিশসহ শতাধিক মানুষ। পরে থানায় অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।
"