প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২৪

বিক্ষোভ মিলল বিজয় উল্লাসে

দেশে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়। গতকাল সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত হামলা-প্রতিরোধের মুখে পড়ে আন্দোলনকারীরা। তবে আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। গতকাল দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভের বিজয় মিছিল পরিণত হয় বিজয় উল্লাসে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট প্রতিনিধি জানান, বিকেল ৩টার দিকে যখন বিভিন্ন গণমাধ্যমে সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে সিলেটে উচ্ছ্বসিত জনতা রাস্তায় নেমে আসে। তারা শেখ হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ¯ে¬াগান দিতে দেখা গেছে। সিলেট নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, মদিনামার্কেট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহরসহ বিভিন্ন স্থানে মানুষ মিছিল নিয়ে বের হন। বৃষ্টি উপেক্ষা করে মিছিলকারীরা রাস্তায় উচ্ছ্বাস করতে থাকেন।

রংপুর প্রতিনিধি জানান, সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার আনন্দে আন্দোলনকারীরা রংপুর নগরীতে শান্তিপূর্ণ পরিবেশে বিজয় মিছিল ও আনন্দ উল¬াস করেছে। গতকাল বিকালে ছাত্রজনতার সঙ্গে সম্মিলিত হয়ে বিএনপি নেতাকর্মীরা আনন্দ উল¬াস ও শান্তিপূর্ণ মিছিল করে।

শান্তিপূর্ণ মিছিলকে ঘিরে আন্দোলনকারীর সমন্বয়েকরা বলেন, তারা শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছেন, এজন্য তারা আনন্দিত। তাদের সহকর্মী ও ভাইয়ের মতো এই দেশে যেন আর কারো জীবন দিতে না হয়, সেই লক্ষ্যে কাজ করার আহ্বান তাদের।

সাধারণ মানুষ বলছেন, অন্তবর্তীকালীন সরকার গঠনের পর কেমন হবে বাংলাদেশ সেটা দেখবার বিষয়। তারা এর আগে মুখ খুলতে পারেননি। আজকে এই বিজয়ের দিনে খুব আনন্দিত। তারা চান স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করবে। আর যেন এই দেশে কাটাকাটি মারামারি গুম খুন যেন না হয়।

রংপুর জেলা প্রশাসক মো. মোবাশার হাসান বলেন, ‘রংপুর এখন আনন্দে উল¬াসে বইছে বিজয়ের মিছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূর্ণ পরিবেশে মিছিল করেছে ছাত্র নেতারা।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রতিনিধি জানান, শেখ হাসিনার পদত্যাগের খরব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিজয় উৎসবে মেতে উঠে ছাত্রজনতা। গতকাল সোমবার দুপুর থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বিজয় উৎসবে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিকদলসহ বিভিন্ন মত ও পেশার মানুষ। কেউ জাতীয় পতাকা হাতে আবার কেউ লাঠি হাতে বিজয় মিছিল করে।

অনেকে মোটরসাইকেলে জাতীয় পতাকা নিয়ে যোগ দেয় আনন্দ মিছিলে। অনেকে আবার একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করে অধিকাংশ মিষ্টির দোকান বন্ধ থাকায় খোলা থাকা হাতে গোনা কয়েকটি মিষ্টির দোকানের মিষ্টি নিমিষেই শেষ হয়ে যায়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও সহকারি কমিশনারের (ভূমি) গাড়িতে অগ্নি সংযোগ করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close