কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

  ০৫ আগস্ট, ২০২৪

কলারোয়ায় টানা বৃষ্টিতে ডুবে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর

সাতক্ষীরার কলারোয়ায় টানা দুই দিনে ভারী বর্ষণ ও গুড়িগুড়ি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও ভ্যানচালকদের দুর্ভোগে পোহাতে হচ্ছে বেশি। খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষীদের।

ভানচালক মোস্ত জানান, বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হলেও ভাড়া পাওয়া যাচ্ছে না। প্রতিদিন চাল, তরকারি কিনতে হয়। এনজিওর কিস্তি আছে।

এদিকে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পৌরসদরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব এলাকার মানুষের দুর্ভোগ আরো বাড়তে পারে। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় চত্বর পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close