ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

  ০৫ আগস্ট, ২০২৪

দিনাজপুরের ঘোড়াঘাট

বৃষ্টিতে প্রাণ ফিরছে আমন খেতে, তবুও চিন্তিত কৃষক

প্রখর রোদে লাগানো ধানের চারা পানির অভাবে শুকিয়ে গেছে

দিনাজপুরের ঘোড়াঘাটে কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রাণ ফিরছে আমন খেতে। তবুও চিন্তার ছাপ কৃষকদের চোখেমুখে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোড়াঘাটে এ পর্যন্ত ৫০ ভাগ জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। অপরদিকে সেচ দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও সেচ পাম্প মালিকদেরও তাগাদা দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকদিন কাঙ্খিত পরিমাণ বৃষ্টি না হওয়ায় প্রখর রোদে জমিতে লাগানো ধানের চারা পানির অভাবে শুকিয়ে গেছে, বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি হলেও জমিতে পানি থাকছে না। যেন সেচ যন্ত্রই শেষ ভরসা!

ভরা মৌসুমেও কাঙ্খিত পরিমাণ বৃষ্টিপাত না হওয়ায় অনেকেই সেচ যন্ত্রের মাধ্যমে জমিতে পানি নিয়ে ধানের চারা রোপন করেছেন। রাস্তার ধারের খাল থেকে সেচ যন্ত্রের মাধ্যমে পানি সেচ দিয়ে জমিতে চারা রোপণ করছেন অনেক চাষি।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলায় ১১ উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, ‘এখনই আমন চারা রোপনের উপযুক্ত সময়। আমন চাষ পুরোপুরি বৃষ্টির ওপর নির্ভরশীল, কিন্তু সেই বৃষ্টির অভাবে জমিতে আমন ধান রোপণের কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টির অপেক্ষায় থেকে চারার বয়স বেশি হয়ে গেলে ফলন বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে সম্পূরক সেচ দিয়ে চারা লাগানোই উত্তম।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close