নাটোর প্রতিনিধি

  ০৫ আগস্ট, ২০২৪

নাটোরে গ্রেপ্তার ১২১

কোটা আন্দোলন নিয়ে নাশকতা ও সংঘর্ষের অভিযোগে নাটোরে ৮ মামলায় শিক্ষার্থীসহ বিএনপি, জামায়াত, শিবিরের ১২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার নাটোরের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসপি তারিকুল ইসলাম জানান, জেলার ৮ মামলায় গেল ১৮ জুলাই থেকে ৩ আগষ্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ বিএনপি, জামায়াত, শিবিরের ১২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক রফিকুল, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close