নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম
কাঁচা সড়কে হাঁটুসমান কাদা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের বড় চাঙ্গুইর হতে চাতরাগাড়ী ভায়া বাঘাদহ সেতু পর্যন্ত কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সড়কে বৃষ্টির পানিতে হাঁটুসমান কাদামাটি। উপজেলার শেষ সীমান্তের এই সড়কের সঙ্গে আদমদীঘি, দুপচাঁচিয়া ও নওগাঁ জেলার রানীনগর উপজেলার যোগাযোগ রয়েছে।
জানা গেছে, সামান্য বৃষ্টির পানিতেই হাঁটুসমান কাদায় ঘরবন্দি হয়ে যায় কয়েকটি গ্রামের লাখো মানুষ। সপ্তাহের বুধবার ও রবিবার বড় পশুরহাট বসে রানীনগর উপজেলার আবাদপুকুর। এ ছাড়া চাপাপুর বাজার ধান বেচাকেনার বড় মোকাম। পশুরহাটে ও ধানের আড়তে লাখো মানুষের যাতায়াতের সড়কটি উন্নয়নের দাবি স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিনে দেখা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের জনপদ সোনাকানিয়া বাজার থেকে বড় চাঙ্গুইর পর্যন্ত কার্পেটিং সড়ক রয়েছে। ওইখান থেকে চাতরাগাড়ী ভায়া বাঘাদহ সেতু পর্যন্ত কাঁচা সড়কটি বৃষ্টির পানিতে হাঁটুসমান কাদামাটিতে একাকার সড়কে দুর্ভোগে আছেন কৃষক ও শিক্ষার্থীরা। গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে জরুরি চিকিৎসায় হাসপাতালে নেওয়ার সুযোগ নেই। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় রোগীকে কোলে ও কাঁধে করে কাদামাটির সড়ক পার করতে হয়। গ্রামের উৎপাদিত ফসল ও পুকুরে চাষ করা মাছ হাট-বাজারে নেওয়ার সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশারপাড়ার আবুল কাশেম, চাতরাগাড়ী বাজারের চা দোকানি এরশাদ আলী ও মাছচাষি হাবিবুর রহমানসহ স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র চার কিলোমিটার কাঁচা সড়কেই লাখো মানুষের দুর্ভোগ। সড়ক উন্নয়নের দোহাই দিয়ে বারবার ভোটারদের বিশ্বাস অর্জন করে জনপ্রতিনিধি পরিবর্তন হলেও প্রতিশ্রুতির কথা মনে রাখেনি কেউ।
বগুড়া-৪ অসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন সড়কটির উন্নয়নের জন্য যথাযথ দপ্তরে তালিকা পাঠানো হয়েছে এবং সংসদে বক্তব্যে বলে এসছেন। আশা আছে দ্রুত সড়কের উন্নয়ন হবে।
"