ঝিনাইদহ প্রতিনিধি
২৮ জুলাই, ২০২৪
পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে সিয়াম (১৩) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার শিতলী গ্রামের রোকেয়া খাতুন কওমি মাদরাসার পেছনের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। এর আগে শুক্রবার দুপুরে ওই গোসল করতে নামেন তিনি।
মৃত সিয়াম ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার পারখাদ্দি গ্রামের শামীম হোসেনের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান সিয়াম পানিতে ডুবে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন