গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ
ইটভাটা নির্মাণে পরিবেশদূষণ ফসলের ক্ষতির শঙ্কা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে পুরোনো ইটভাটার পাশেই নতুন করে আরেকটি ইটভাটা নির্মাণের অভিযোগ ওঠেছে। ওই ইউনিয়নের কৈ কাশদহ গ্রামে দীর্ঘদিন ধরে এসআরবি নামে একটি ইটভাটা ইট প্রস্তত করে আসছেন। এরই মধ্যে আরেকটি নতুন ভাটা নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে পরিবেশদূষণের পাশাপাশি আশপাশে আবাদি জমির উর্বর মাটি ও জমির ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতিসাধন হচ্ছে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও কৃষকদের।
জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী কৃষি জমিতে ইটভাটা স্থাপনে নিষেধাজ্ঞা আছে। এক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা মানা হয়নি মনে করছেন স্থানীয়রা। কৃষি জমিতে ইটভাটা হলে চাষাবাদের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
রামজীবন ইউনিয়নের বাসিন্দা ওবায়দুল, সাইদুর রহমান, কুদ্দুস মিয়াসহ অনেকে জানান, কৈ কাশদহ গ্রামে দীর্ঘদিন ধরে এসআরবি নামে একটি ইটভাটা ইট প্রস্তুত করে আসছেন। ইটভাটাটির মালিক পশ্চিম ছাপড়হাটি গ্রামের মো. শফিকুল আযম চুন্নু। ভাটাটি নির্মাণের পর থেকে পরিবেশদূষণের পাশাপাশি আশপাশে আবাদি জমির উর্বর মাটি ও জমির ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। এছাড়া লালচামার হতে রহমতপুর এলজিইডি পাকা রাস্তার সরকারি গাছপালাগুলো শুকিয়ে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পুরোনো ওই ইটভাটার পাশেই দোফসলি জমিতে আরেকটি নতুন ইটভাটা নির্মাণে তোড়জোড় করে কাজ শুরু করেছে। এতে পরিবেশদূষণের কারণে কোমলমতি শিক্ষার্থী ও আশপাশের লোকজন এবং অন্যান্য প্রাণীর স্বাস্থ্যঝুঁকি আরো বাড়বে।
স্থানীয়দের আরো অভিযোগ, এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। আশপাশের ফসলি জমিতে ফসল উৎপাদন আরো ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ইটভাটার এক থেকে দুই কিলোমিটারের মধ্যে আম কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন ফলদ গাছের ফল উৎপাদন ব্যাহত হতে পারে। এসব ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে প্রশাসনের উচিত দ্রুত এই ভাটা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া। দো-ফসলি ওই জমিতে যাতে এসব নির্মাণ না করতে পারে সে ব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে স্থানীয়রা।
এদিকে এসআরবি ইটভাটার মালিক শফিকুল আযম চুন্নু জানান, ২০১৪ সাল থেকে একটি ভাটা সরকারি প্রসেস অনুযায়ী চালিয়ে আসছেন। পরিবেশ অধিদপ্তরে দরখাস্ত করা আছে। অবস্থানগত ছাড়পত্রের ভিত্তিতে আরেকটি ভাটা করা যায়। সে অনুযায়ী আরেকটি ভাটার কাজ শুরু করেছেন। বন্যা ও বৃষ্টির কারণে আপাততো কাজ বন্ধ আছে।
রামজীবন ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হুদা বলেন, ওইখানে অরেকটি নতুন ভাটা হচ্ছে এ বিষয়ে আমার জানা ছিল না। তবে ভাটা মালিকের সঙ্গে কথা বলব।
"