reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুলাই, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

দুজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কাজল (৩৮) ও মরিয়ম (৩০) নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর ও মরিয়মকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। গতকাল রবিবার বিকেলের দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী দণ্ডিতদের উপস্থিতিতে এ রায় দেন। কাজল জেলা শহরের দ্বারিয়াপুর গ্রামের তৈয়মুরের ছেলে ও মরিয়ম রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ির ইউনুস আলীর স্ত্রী।

সহায়তা সভা

জামালপুর প্রতিনিধি

জামালপুরে প্রতিবন্ধীদের নিয়ে আইনগত সহায়তা নিয়ে সভা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুর দুইটার দিকে শহরের চালাপাড়াস্থ সুইট প্রতিবন্ধী সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা লিগ্যাল এইডের অফিসার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আল মামুন। আলোচনা সভায় সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে উম্মুক্ত আলোচনায় অন লাইনের মাধ্যমে অংশ নেন বাংলাদেশ বেসরকারি সংস্থা সিডিডের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান।

সক্ষমতা প্রশিক্ষণ

পটুয়াখালী প্রতিনিধি

জাগোনারীর অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের আওতায় পটুয়াখালীতে জেলা পর্যায়ের রিসোর্স পুলের সক্ষমতা বাড়ানোর জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় পটুয়াখালীর মল্লিকা পার্টি সেন্টারে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধনীতে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য দেন জাগো নারীর প্রধান নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক যাদব সরকার। এছাড়া বক্তব্য দেন পটুয়াখালী সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মাহফুজুর রহমানসহ অন্যরা।

চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের ১২টি ইউনিয়নের ১২০ জন নারী কর্মীদের মধ্যে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার চেক, কৃষি বীজ ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে এলজিইডি সদর নোয়াখালীর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব বিতরণ করা হয়।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিরামপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে সারেজুল ইসলাম (৫৬) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালের দিকে উপজেলার দেশমা বাজারে এ ঘটনা ঘটে। সারেজুল তিনি বাজারের পার্শ্ববর্তী রাণীনগর গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে। ঘটনার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, ওই মৃত্যুর ঘটনা নিয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

লাঠি বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ষাটোর্ধ্ব ৩৬ জন প্রবীন ব্যক্তিদের মধ্যে লাঠি (ছড়ি) বিতরণ করা হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশণ সেন্টার (রিক) গতকাল রবিবার বিকেলের দিকে মঠবাড়িয়া রিক সম্মেলন কক্ষে প্রবীনদের চলার সহায়ক হিসেবে লাঠি বিতরণ করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল আলম। আরো উপস্থিত ছিলেন, রিক প্রবীন কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়ক মো. ফারুক উর রহমান, রিক মঠবাড়িয়া এরিয়া ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close