বেনাপোল (যশোর) প্রতিনিধি
শার্শায় বিদ্যুৎস্পর্শে প্রবাসীর মৃত্যু
যশোরের শার্শায় বিদ্যুৎস্পর্শে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক মালয়েশিয়ার প্রবাসীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকাল ৭টার দিকে শার্শা উপজেলার চটকাপোতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিব চটকাপোতা গ্রামের জিহাদ আলীর ছেলে। সে গত চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান সকালে লাউতাড়া মাঠে মাছের ঘেরের সেচ দিত গিয়ে সেচ পাম্পের পাইপের মুখের তার বাঁধতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তার স্ত্রী সুমি আক্তার দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরহেদ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
"