মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ১১ জুলাই, ২০২৪

সিরাজদিখানে দুদলের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৯ আহত ২০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষের ঘটনায় ৯ জন টেটাবিদ্ধ সহ ২০ জন আহত হয়েছেন। উপজেলার পূর্বচান্দের গ্রামের কামিজুদ্দিন কামু ও কালাইচান মাতব্বর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় ৪টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

গতকাল বুধবার সকাল ৬টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে সকাল ৯টা পর্যন্ত উপজেলার বালুরচর ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, ফসলি জমির মাটি কাটার টাকা ভাগবাটোয়ারা আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন টেটাবিদ্ধ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ২৫ রাউন্ড গুলি ছুড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close