আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০২৪

নিষেধাজ্ঞার মধ্যেই ৭৫০ কেজি মাছ জব্দ, জরিমানা

সমুদ্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মাছ ধরায় বরগুনার আমতলীতে ২ জনকে জরিমানা করেছে প্রশাসন। এ সময় ৭৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধারসহ ২ জনকে জরিমানা করেছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান এ অভিযান পরিচালনা করেন।

গত শনিবার রাতে উপজেলার নতুন বাজার বাসষ্ট্যান্ডে অন্তরা পরিবহন থেকে এসব উদ্ধার করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছধরা নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাতে কুয়াকাটা ও কলাপড়া থেকে সামুদ্রিক মাছ গাড়ি যোগে ঢাকা নেওয়ার পথে বটতলা নতুন বাসস্ট্যান্ডে ঢাকা গামী অন্তরা পরিবহনে তল্লাশি চালায় উপজেলা প্রশাসন। এসময় ৭৫০ কেজি সামুদ্রীক মাছ উদ্ধার ও বাসের হেলপারসহ জড়িত দুইজনকে জরিমানা করেছে প্রশাসন। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় ও গরিব অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। আটক দুইজনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করে ছেড়ে দেন।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান জানান, মাছগুলো উদ্ধার করে এতিম খানায় দিয়ে দেওয়া হয়েছে আর ২ জনকে জরিমনা করে ছেড়ে দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close