মাগুরা প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০২৪

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থী হত্যায় গ্রেপ্তার ১

মাগুরা আদর্শ কলেজের এইচএসসি পরীক্ষার্থী তীর্থ রুদ্র হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তারই বন্ধু তায়হান ইসলাম আমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুককের তথ্যের ভিত্তিতে নিহত ওই যুবকের মুঠোফোন ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার দুপুরে উপজেলার শত্রুজিৎপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারনা ওই যুকক হত্যার মূল পরিকল্পনাকারী এই আমান।

পুলিশ সূত্রে জানা গেছে, আমানকে গ্রেপ্তারের পর শুক্রবার সন্ধ্যায় তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাসা থেকে নিহত তরুণের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি ও মুঠোফোন উদ্ধার করা হয়। পরে লুকিয়ে রাখা তীর্থর মটরসাইকেলটি আমানের খালাবাড়ি মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, মাগুরা আদর্শ কলেজের শিক্ষার্থী এবারের চলতি এইচএসসি পরীক্ষার্থী তীর্থ রুদ্র মাগুরা শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী নিমাই রুদ্রর ছেলে। গত ১ জুলাই রাতে তীর্থ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর শহরের দরিমাগুরা দোয়ারপাড় এলাকায় আল আমিন এতিমখানার পেছনে তার মরদেহ পাওয়া যায়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোবাশ্বের হোসাইন জানান, আমানকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী তীর্থ রুদ্রর মটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আরোও জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না জানা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close