reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুলাই, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

শিল্প মেলা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৪ শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধায় জেলা শহরের দারোয়ানী টেক্সটাইল মিলস মাঠে চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজিত মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন নীরফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক প্রমুখ।

চাষি প্রশিক্ষণ

মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর আয়োজনে পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ হয়েছে। গতকাল শনিবার উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে প্রশিক্ষণ হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) মুলতাসিম বিল¬াহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, ঢাকা পাট অধিদপ্তরের উপসচিব ও উপ প্রকল্প পরিচালক ফারুক আহমেদ, রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বি বি এল উচ্চবিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন এবং ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা হয়েছে। গতকাল শনিবার সকালে ওই বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ উদ্বোধন হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. আতাবর রহমান সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া শুভেচ্ছায় প্রধান অতিথি ছিলেন জেলার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সংসদ মহিলা সংরক্ষিত সদস্য ফরিদা ইয়াসমিন।

চূড়ান্ত খেলা

কালীগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালিকা দুই চূড়ান্ত খেলা হয়েছে। গত শুক্রবার বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলা প্রশাসনের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত চূড়ান্ত খেলা দুটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপনসহ অন্যরা।

সামগ্রী বিতরণ

মাধবদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোইসাইটির নরসিংদী ইউনিটের আয়োজনে তাপপ্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাবার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মাধবদী এসপি স্কুলের সামনে ও বাসস্ট্যান্ড এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির নরসিংদী ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিটের ডেলিগেট ও নির্বাহী সদস্য জাকির হোসেন ভূইয়া, সোসাইটির নরসিংদী ইউনিটের নির্বাহী সদস্য তোফায়েল হোসেনসহ অন্যরা।

ফেনসিডিলসহ গ্রেপ্তার

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ১০০ বোতল ফেনসিডিলসহ রনি আহমেদ (২২) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনি চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে জড়িত। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ এ তথ্য জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close