সিংড়া (নাটোর) প্রতিনিধি
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, সিংড়ায় বিক্ষোভ

নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা এবং পৌর বিএনপি। গতকাল শনিবার বিকেল ৪টায় নাটোর-বগুড়া মহাসড়কে বিক্ষোভ শেষে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের নেতৃত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলামসহ অন্যরা।
এর আগে বুধবার খালেদা জিয়ার মুক্তি দাবিতে নাটোরে বিএনপির সমাবেশে আসার পথে বাচ্চুকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশেও হামলা চালিয়ে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৭ জন বিএনপি নেতাকর্মী আহত করে দুর্বৃত্তরা।
"